বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। 

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার এসআই মো. আসগর আলীর নেতৃত্বে ডিবির একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া ও দাদনচক এলাকায় অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেলসহ মো. মামুনুর রশিদ ওরফে রবিউল ওরফে মামুন (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া মামুন জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের মো. গাজলুর রহমানের ছেলে। গত শুক্রবার এ অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া মামুনের দেয়া তথ্যমতে দাদনচক এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী একজন শিশুকে পুলিশ হেফাজতে নেয়া হয়। 

পরবর্তীতে দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোটরসাইকেল চুরি রোধকল্পে অভিযান অব্যাহত আছে। বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বাবুল উদ্দিন সরদার।

টিএইচ